বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। বিষয়টি বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য দেশের টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। পরে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেয়। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবেই মুস্তাফিজকে দলে না রাখার বিষয়টি নিশ্চিত করেছে।







