জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, মাঠপর্যায়ের প্রশাসনের একটি অংশ এখনো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন তিনি।
ডা. তাহের বলেন, বিশেষ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণ করছেন, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানানো হয়।







