নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিষিদ্ধ সংগঠনটির কর্মী হিসেবে গোপনে এই কর্মসূচি পালন করেন। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তানভীর আহমেদ, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পার্থ হালদার, কক্সবাজার সদরের অমিত বিশ্বাস, ভোলার কাজিরহাট এলাকার নাঈম ইসলাম ও পাবনার ভাঙ্গুড়া উপজেলার আবদুর রহমান। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, শনিবার রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে পাঁচজনকে আটক করা হয়। মঙ্গলবার আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।







