ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষাপটে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তিনি জানান, বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেট খেলতে আগ্রহী এবং তা শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব বলেই সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে।
ক্রীড়া উপদেষ্টা জানান, টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে আইসিসির একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। সাম্প্রতিক সময়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে ভারতে ক্ষোভের কথা প্রকাশ করা হয়। এর জের ধরে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়েও বিতর্ক তৈরি হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে কেকেআর আনুষ্ঠানিকভাবে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।
এ ঘটনার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেদিন রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, নিরাপত্তার দিক বিবেচনায় বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিরাপদ মনে করছেন না তিনি। একই সঙ্গে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।
এরপর ৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়।
এই পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরদিন আইসিসিকে চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়।
আইসিসির সঙ্গে চলমান আলোচনা ও চিঠি বিনিময়ের মধ্যেই বৃহস্পতিবার আবারও শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আগ্রহের কথা স্পষ্ট করে অনড় অবস্থানের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।







