আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘রাষ্ট্র পরিচালনায় দলীয় কৌশল’ বিষয়ে পলিসি সামিটের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সামিটের কার্যক্রম শুরু হয়।
সামিটে বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।
সামিটের উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীর নতুন বাংলাদেশ গড়তে দলের নীতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
একই সঙ্গে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় দলের কৌশল ও রূপরেখা উপস্থাপন করা হয়। দিনব্যাপী এই সামিট বিকেল পর্যন্ত চলবে।







