জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে শুধু দলীয় নেতাদের মধ্যেই মন্ত্রিত্ব সীমাবদ্ধ রাখবে না জামায়াতে ইসলামী; বরং দেশের যোগ্য নাগরিকদের মধ্য থেকেই মন্ত্রী বাছাই করা হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, সরকার পরিচালনার জন্য জামায়াতে ইসলামী সম্পূর্ণ প্রস্তুত। জামায়াত ক্ষমতায় এলে কেবল দলীয় পরিচয়ের ভিত্তিতে মন্ত্রীত্ব দেওয়া হবে না। বাংলাদেশের জনগণের মধ্যেই অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য মানুষ রয়েছেন। সারাদেশ বিবেচনায় নিলে দক্ষ ও যোগ্য লোকের কোনো অভাব নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কৌশল, দেশের পররাষ্ট্রনীতি, মাইক্রো ও ম্যাক্রো অর্থনৈতিক পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পলিসি সামিটে উপস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে দেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে নারীদের নিরাপত্তা সংকট মোকাবিলা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
অনলাইনে নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে ডা. তাহের বলেন, অনলাইন প্ল্যাটফর্ম একটি নতুন কৌশল, যা আগে তেমনভাবে ব্যবহার হয়নি। নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই থেকে অনলাইনে ভোটারদের কাছে পৌঁছানো হবে। তবে জামায়াতের প্রধান লক্ষ্য থাকবে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ। এ জন্য দলীয় কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন বলেও তিনি জানান।







