প্রার্থী প্রত্যাহার শেষে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনি ঐক্যের চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হয়েছে। আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচনি প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে তাদের আনুষ্ঠানিক লড়াই শুরু হবে।
ইতোমধ্যে ভোটের প্রচারকাজে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতসহ শরিক দলগুলো। প্রার্থীদের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে শীর্ষ নেতারা সারা দেশে সফর করে নির্বাচনি প্রচারণা চালাবেন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণসংযোগ কার্যক্রমও চলবে। এ ক্ষেত্রে জামায়াতের পাশাপাশি ইসলামী ছাত্রশিবির সারা দেশে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানা গেছে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দলের আমির ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন। আগামীকাল ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এই সফর শুরু হবে। বিকেলে তিনি মিরপুর ১০ নম্বরে ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। পাশাপাশি অন্যান্য নির্বাচনি এলাকাতেও তার গণসংযোগের কর্মসূচি রয়েছে।
সূত্র জানায়, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।
এর পরদিন ২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একই দিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।







