আজ ঢাকায় জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাচ্ছেন তিনি। পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা কার্যক্রম শুরু করবেন জামায়াত আমির।
বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আজ ঢাকা-১৫ আসনের মিরপুরে আয়োজিত নির্বাচনী জনসভার মাধ্যমে ডা. শফিকুর রহমান প্রচারণা শুরু করবেন। আগামী ২৩ জানুয়ারি পঞ্চগড় থেকে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করে একই দিনে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে জনসভায় ভাষণ দেবেন তিনি।
অ্যাডভোকেট জুবায়ের আরও জানান, ২৪ জানুয়ারি সকাল ১০টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরের দ্বিতীয় দিনের সফর শুরু করবেন জামায়াত আমির। এরপর গাইবান্ধা, বগুড়া, শেরপুর, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী সভায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। আগামী ২৫ জানুয়ারি ঢাকায় একাধিক সমাবেশ ও বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে জামায়াত আমিরের।
এদিকে জামায়াত আমিরের সফর ও নির্বাচনী প্রচারণা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান দলটির এই নেতা।
এর আগে বুধবার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আহত জামায়াত নেতাকর্মীদের দেখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে কোনো ভয়ভীতি থাকবে না এবং জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটবে। তিনি বলেন, ঢাকা-১৫ আসনের পীরেরবাগ এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলায় বর্তমানে হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।
জামায়াত আমির বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের মব তৈরি করে হামলা চালানোর এখতিয়ার নেই। এ ধরনের মব সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার এখানেই অবসান হওয়া উচিত।
তিনি আরও বলেন, শুধু ঢাকা-১৫ আসন নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে ভয়ভীতি ও হামলার বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সমান মাঠ নিশ্চিত করতে হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দলীয় পরিচয় না দেখে আইনের আওতায় আনতে হবে।
জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ওপর আস্থা রাখতে হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভোটের অধিকার একজন নাগরিকের মৌলিক অধিকার, যা অতীতে কেড়ে নেওয়া হয়েছে। এবার জনগণ ব্যালটের মাধ্যমেই তার যথাযথ জবাব দেবে।







