নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো পদত্যাগ করে একই দিনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতের এক নির্বাচনী জনসভায় তিনি প্রকাশ্যে এই ঘোষণা দেন।
দল ত্যাগের পর বিদ্যুৎ চন্দ্র মাহাতোকে গলায় মালা পরিয়ে স্বাগত জানান নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
এর আগে দুপুরে তিনি নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের পদত্যাগপত্র পাঠান। সেখানে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেছিলেন। তবে পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভিন্ন আদর্শের দলে যোগ দেওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে বিদ্যুৎ চন্দ্র মাহাতো জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী হিসেবে এই দলে যোগ দেওয়ার সুযোগ আছে কি না, সে বিষয়ে অনেকের পরামর্শ নেওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, জামায়াতে ইসলামীর কাছেই দেশ এবং মানুষের আকাঙ্ক্ষা নিরাপদ।
নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ চন্দ্র মাহাতো আগেই পারিবারিক সমস্যার কথা বলে রাজনীতি থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তার জামায়াতে যোগদানের বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।







