প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ ভোলা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আবার নদী ও সাগরবেষ্টিত হওয়ায় সেখানে বেশ আনাগোনা থাকে পর্যটকের। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এবার এ জেলায়ও বইছে ভোটের হাওয়া। প্রাণচাঞ্চল্য ফিরেছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে। উৎসবের আমেজ ফিরেছে পাড়া-মহল্লায়। দীর্ঘ দেড় দশক পর পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে পারার স্বপ্নে বিভোর ভোটাররা।
ভোলার সাতটি উপজেলা নিয়ে গঠিত চারটি সংসদীয় আসন। ১৯৮৪ সালে জেলা ভাগ হওয়ার পর থেকে এখানে আধিপত্য ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা)। এরপর ধীরে ধীরে সেখানে ঘাঁটি গাড়ে বিএনপি। মাঝে সাড়ে ১৫ বছর রাজত্ব করেছে আওয়ামী লীগ। এবার নিজেদের হারানো কেল্লা পুনরুদ্ধার করতে চায় বিএনপি। অন্যদিকে নতুন করে স্বপ্ন বুনছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় নেতারা তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে, চালাচ্ছেন নানাভাবে লবিং-তদবির আর একক প্রার্থী বেশ আগে ঘোষণা করায় প্রচারে এগিয়ে রয়েছেন জামায়াত নেতারা।