সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলের দখলদার বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার ভোরের দিকে হঠাৎ করেই আকাশ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ইসরাইলি যুদ্ধবিমান। মুহূর্তেই কেঁপে ওঠে পুরো এলাকা।
সিরিয়ার সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে ইসরাইলের বাহিনী কোনো ধরনের উস্কানি ছাড়াই সিরিয়ার বিভিন্ন সেনাঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে। তবে এত বড় আকারের হামলা এই প্রথম ঘটল, যেখানে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সদর দপ্তরকে নিশানা বানানো হয়েছে।
হামলার পরপরই ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। হতাহতের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয় সূত্রগুলো বলছে, হতাহতের সংখ্যা বেশ বড় হতে পারে।