জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। ‘দ্য লিগ্যাসি অব জুলাই রেভ্যুলেশন ২০২৪: রিবিল্ডিং বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনের মাধ্যমে শুধু ২০২৪ সালের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ নয়, বরং ‘বাংলাদেশ ২.০’ নামে একটি ভবিষ্যৎ রূপরেখাও উপস্থাপন করা হবে।
ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে দেশ-বিদেশের ১৩টি প্রতিষ্ঠান ও সংগঠন, যার মধ্যে রয়েছে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব রেজিনা (কানাডা), নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি (সিঙ্গাপুর), কেন্ট স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি, বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ (যুক্তরাজ্য), সোচ্চার (যুক্তরাষ্ট্র), ইনসাফ ও সিপিএএ (ঢাকা), সিপিএসআর (তুরস্ক) এবং জাগরণ ফাউন্ডেশন (যুক্তরাজ্য)।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং তুরস্কের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ইয়াসিন আক্তাই।
একাধিক প্যানেলে অনুষ্ঠাতব্য এই সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কাতারসহ বিভিন্ন দেশের ১৫ জনের বেশি বিশিষ্ট বক্তা অংশ নেবেন। আলোচকদের মধ্যে আছেন কোস্টারিকার ইউনিভার্সিটি ফর পিস-এর অধ্যাপক ড. আমর আব্দুল্লাহ, দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পলিটি থিংক ট্যাংকের নির্বাহী চেয়ারপারসন নুরুল ইজ্জাহ আনোয়ার, ড. মো. সাইদুল ইসলাম (সিঙ্গাপুর), যুক্তরাষ্ট্রের কূটনীতিক জন ড্যানিলোভিচ, অধ্যাপিকা ড. সৈয়দা সুলতানা রাজিয়া (বুয়েট), শরীফ বান্না (যুক্তরাজ্য) ও ড. উসামা আল-আজামি (কাতার)।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া ৪০০টির বেশি গবেষণাপত্রের মধ্য থেকে কঠোর পিয়ার রিভিউর ভিত্তিতে ৬০টি মৌখিক উপস্থাপনা এবং ৬০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য মনোনীত হয়েছে। অংশগ্রহণকারী বক্তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক, গবেষক, নীতিনির্ধারক, আইনজ্ঞ ও ছাত্রনেতারা।
সম্মেলন শেষে সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটক ‘লাল জুলাই’, যেখানে সাংস্কৃতিক ভাষায় তুলে ধরা হবে জুলাই বিপ্লবের পটভূমি ও তাৎপর্য।