বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফরেন সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী গত ১৩ মাস ধরে অবস্থান করা তার স্মৃতিময় বাসাটি আজ ত্যাগ করেছেন। রাজধানীর ৬৪/১, নিউ ইস্কাটন, বাংলামোটর এলাকার ষষ্ঠ তলার এই বাসাটি হয়ে উঠেছিল জুলাই আন্দোলন থেকে শুরু করে শিবির নিষিদ্ধ ঘোষণার মতো গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী।
তিনি তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, “এই বাসা থেকেই ২২ জুলাই ২০২৩ ইন্টারনেট ক্র্যাশডাউনের সময় আন্দোলনের কর্মসূচিগুলো নির্ধারণ হয়েছিল। আওয়ামী লীগ যখন ১ আগস্ট ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে, তখন আমি এখান থেকেই অনলাইনে সেক্রেটারিয়েট মিটিংয়ে অংশ নিই। সেই নিষিদ্ধ ঘোষণার মুহূর্তটা যেন আজও স্পষ্ট মনে পড়ে।”
এই বাসাটিকে তিনি শুধু আবাসস্থল নয়, বরং রাজনৈতিক ও আদর্শিক লড়াইয়ের এক অভিজ্ঞান বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, “খুনি হাসিনার পালিয়ে যাওয়ার সেই ইতিহাস, আন্দোলনের গোপন প্রস্তুতি, ভার্চুয়াল বৈঠক—সবই ঘটেছে এই দেয়ালের চারপাশে।”
তিনি ব্যতিক্রমধর্মী একটি বাস্তবতার কথাও তুলে ধরেন—“এই লাইনে বিদ্যুৎ কখনো যেত না। কারণ পাশেই ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসা। এটি ছিল বৈষম্যমূলক বিদ্যুৎ ব্যবস্থার জীবন্ত প্রমাণ।”
নস্টালজিক অনুভূতিতে আবিষ্ট হয়ে মুতাসিম বিল্লাহ বলেন, “এ বাসা ছাড়লেও এ বাসার স্মৃতি ও লড়াইয়ের গল্প কখনোই ভোলা যাবে না।”