তুরস্কের নৌবাহিনীর অ্যান্টি-সাবমেরিন করভেট TCG Büyükada করাচি বন্দরে ভিড়েছে। এই সফরটি একটি সৌহার্দ্যমূলক শুভেচ্ছা সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এটি পাকিস্তান-তুরস্ক সামরিক সহযোগিতার আরেকটি ইঙ্গিতপূর্ণ চিত্র। উল্লেখ্য, এই শ্রেণির জাহাজ সাবমেরিন শনাক্ত ও ধ্বংসে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে।