চীনের অত্যাধুনিক J-20 স্টেলথ ফাইটার সম্প্রতি জাপানের সুশিমা প্রণালী অতিক্রম করেছে এবং জাপানের নজরদারির বাইরে থেকেই এটি সম্ভব হয়েছে বলে দাবি করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম CCTV।
প্রতিবেদনে বলা হয়, চীনের এই এলিট ফাইটার ইউনিট এখন নিয়মিতভাবে সুশিমা প্রণালী ও বাশি চ্যানেল এলাকায় টহল দিচ্ছে, যা পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই অঞ্চলটিকে সাধারণত এশিয়ার অন্যতম নিরাপত্তা-সচেতন ও নজরদারির আওতাধীন এলাকা হিসেবে বিবেচনা করা হয়। তবুও জাপান কিংবা দক্ষিণ কোরিয়া—দুই দেশের পক্ষ থেকেই এই বিমান চলাচল নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, চীনের এই পদক্ষেপ তার স্টেলথ প্রযুক্তির সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশলকে সামনে নিয়ে এসেছে। পাশাপাশি, এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্যও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে, যারা অঞ্চলটিকে Indo-Pacific নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে দেখে।
এই ঘটনার মধ্য দিয়ে প্রশ্ন উঠছে—চীন কি ক্রমেই নজরদারির বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর হয়তো এশিয়ার সামরিক ভারসাম্যের ভবিষ্যত দিক নির্দেশ করবে।