পাকিস্তান অবশেষে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বড় আকারের গোয়েন্দা ও সামরিক অভিযান শুরু করেছে। গত পরশু থেকে চলমান এ অভিযানে সবচেয়ে বড় সাফল্য আসে গতকাল।
বেলুচিস্তানের সাম্বাজাহ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো বোমা হামলায় অন্তত ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া জীবিত অবস্থায় আটক করা হয়েছে দুজনকে। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এসব গোষ্ঠী শুধু ভূখণ্ডের অখণ্ডতা ভাঙতে চায় না, বরং স্থানীয় উপজাতীয় সম্প্রদায়ের উপর নির্যাতন চালাচ্ছে এবং সুযোগ পেলে বাংলাদেশি জনগোষ্ঠীর উপরও আঘাত হানতে পারে।
তাদের মতে, পাকিস্তানের মতোই বাংলাদেশেও এসব গোষ্ঠীকে দমন করতে হবে গোয়েন্দা তথ্যভিত্তিক ও সমন্বিত সামরিক অভিযানের মাধ্যমে, যাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত থাকে।