ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসর ও জর্ডানের একাংশসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে একটি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই লক্ষ্য অর্জনের জন্য তিনি এক “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে” আছেন।
সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই-২৪ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি ‘বৃহত্তর ইসরায়েল’ দর্শনের প্রতি ‘অত্যন্ত’ অনুরক্ত এবং এটিকে বাস্তবায়ন করাকে তার মিশনের অংশ মনে করেন।
ঐতিহাসিকভাবে বৃহত্তর ইসরায়েলের ধারণায় বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা এবং জর্ডান ও মিসরের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।