একে একে সব বাধাই কেটে যাচ্ছে সামিত সোমের। কানাডা প্রবাসী এই ফুটবলার সোমবার (৫ মে) হাতে পেয়েছেন বাংলাদেশী পাসপোর্ট। এখন বাকি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত। তাহলেই বাংলাদেশ দলে খেলতে পারবেন এই ফুটবলার। হামজার পর আরেক হাই প্রোফাইলের ফুটবলার যোগ হবে লাল-সবুজ জার্সিতে। এর আগেই কানাডা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র মিলেছে। এরপর তার জন্মনিবন্ধন পত্র পাওয়ার পরই বাফুফে সামিত সোমের পাসপোর্টের জন্য আবেদন করে।
সোমবার (৫ মে) কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করেন তিনি।
বাফুফে এখন সব কাগজ পত্র হাতে নিয়েই ফিফার কাছে আবেদন করবে। এরপর ফিফার সম্মতি মিললেই বাংলাদেশ দলে খেলার সুযোগ হবে সামিত সোমের। বাফুফে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে খেলানোর চেষ্টা করছে। তবে এর আগে ফিফার অনুমতি মিলবে কিনা সন্দেহ।