ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ইসির কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নির্বাচনের ৩০ দিন আগে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রবাসী ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রোডম্যাপ অনুযায়ী, ১৮ ডিসেম্বর তফসিল ঘোষণা এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন আয়োজনের জন্য ইসি পাবে প্রায় ৫৭ দিন সময়। প্রবাসী ভোটারদের সুবিধার্থে এই সময় ১০ দিন বাড়ানো হয়েছে।
রোডম্যাপে নির্বাচনকেন্দ্রিক ২৪টি বিষয় ২০৭ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা আছে। এর মধ্যে রয়েছে—
অংশীজনদের সঙ্গে সংলাপ (সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত)
ভোটার তালিকা প্রণয়ন (৩০ নভেম্বরের মধ্যে শেষ)
আইন-বিধি সংস্কার ও রাজনৈতিক দলের নিবন্ধন (৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন)
সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত (১৫ সেপ্টেম্বরের মধ্যে)
দেশি-বিদেশি পর্যবেক্ষক অনুমোদন (১৫ নভেম্বরের মধ্যে)
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ (৩০ নভেম্বরের মধ্যে)
নির্বাচনি সরঞ্জাম প্রস্তুত ও বিতরণ (১ ডিসেম্বরের মধ্যে)
খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ (৫ অক্টোবর)
রাজনৈতিক দলের প্রচার শুরু হবে তফসিল ঘোষণার পর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের নির্বাচনি ইশতেহার প্রচারের সুযোগ দেওয়া হবে রাষ্ট্রীয় গণমাধ্যম ও রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে।
প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পেপার পাঠানোর পরিকল্পনা রয়েছে আগামী ৫ জানুয়ারি। নির্বাচনের এক সপ্তাহ আগে এসব ব্যালট দেশে ফেরত আনা হবে।