রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিতব্য আওয়ামী পুনর্বাসন প্রকল্প ‘মঞ্চ-৭১’–এর কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিয়েছে।
সূত্র জানিয়েছে, প্রোগ্রামটিকে ঘিরে রাষ্ট্রবিরোধী চক্রান্তের প্রমাণ মেলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতা-কর্মীসহ কিছু সহযোগীকে গ্রেফতার করে।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জনগণ তাদের প্রতিহত করবে।”
ডিএমপি কর্তৃপক্ষও জানায়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রমাণের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।