চীনের তিয়ানজিনে চলমান এসসিও ২০২৫ সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক শুরু হয়েছে। ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করেছেন।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এদিকে একই সম্মেলনের মঞ্চে আরেকটি আলোচনার দিকে নজর দিচ্ছে বিশ্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক এই বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এসসিও সম্মেলনের এ ধরনের বৈঠকগুলো শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলবে।