ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু জাতীয় পরিষদে আস্থাভোটে পরাজিত হয়েছেন। তিনি মাত্র ১৯৪ ভোট সমর্থন পেলেও বিপরীতে ৩৬৪ ভোটে হেরে যান।

আস্থাভোটে পরাজয়ের পর বাইরু আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-র কাছে সরকারের পদত্যাগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনাকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ গত দুই বছরের মধ্যে এরই মধ্যে চারজন প্রধানমন্ত্রী বদলাতে হয়েছে। এখন তাকে আবারও পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।