বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছে সেনারা। বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যমদ্য হিন্দু।
সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত বলেন, ‘আমরা প্রথমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমরা মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টহলরত এক সেনা সাংবাদিকদের জানিয়েছেন, ‘আজ পরিস্থিতি শান্ত। সেনাবাহিনী সব জায়গায় রাস্তায় নেমেছে।’
এদিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে সেনাবাহিনী।
নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল জেন-জি বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করবেন বলে কথা রয়েছে। সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট সকল পক্ষকে শান্ত থাকার ও রক্তপাত বন্ধ করে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘গণতন্ত্রে নাগরিকদের উত্থাপিত দাবিগুলো সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।’
সামাজিকমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির অভিযোগে বিক্ষোভে নামে তরুণরা। বিক্ষোভ দমনে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করে সরকারি বাহিনী। মারা যায় কমপক্ষে ১৯ জন। এতে পরিস্থিতি আরো অশান্ত হয়ে ওঠে। একপর্যায়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা।