সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটপাটের ঘটনায় আলোচিত এবং দলীয় পদ স্থগিত হওয়া বিএনপি নেতা শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিলেট মহানগরের আম্বরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ নিশ্চিত করেছেন।
শাহাব উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে গত ১১ আগস্ট চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে তার পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের কারণে তার সব পদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আবদুল মান্নাফকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ১৯ মার্চ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে শাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। একই সঙ্গে সহসভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।