বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ আর আগের শাসনে ফিরতে চায় না। গণঅভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থীরা নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে লেজুড়বৃত্তিক সন্ত্রাসীদের শোচনীয় পরাজয় ঘটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও জাকসু নির্বাচনই তার প্রমাণ।
তিনি বলেন, জনগণ এখন কর্তৃত্ববাদী শাসন মেনে নেবে না। ফ্যাসিবাদী সরকারের খুন, গুম, হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্ররা যেমন প্রতিরোধ গড়ে তুলেছে, তেমনি দেশের জনগণও আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই নির্ধারিত সময়ের আগেই সংবিধান সংশোধন করে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। না হলে আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী মহাবিদ্যালয় অডিটরিয়ামে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস প্রমুখ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জনগণ আজ সচেতন। তারা ভালো-মন্দ আলাদা করতে জানে। এখন সময় এসেছে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন জনকল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণের।