আজকের একটি ছবিকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। ছবিটিতে দেখা যায়, ‘আলো আসবেই’ গ্রুপের এডমিন সোহানা সাবা, জুলাইকে নিয়ে ধারাবাহিক কুৎসা রটানো মেহের আফরোজ শাওন ও বিএনপির নেতা রুমিন ফারহানার সঙ্গে হাসিমুখে ছবি তুলতে।
জুলাই গণআন্দোলনের স্মৃতি ও আবেগকে অবজ্ঞা করে এভাবে হাসিমুখে ছবি তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সমালোচকরা বলছেন, “জুলাই নিয়ে ন্যূনতম আবেগ থাকলে কেউ এমন ছবি তুলতে পারে না।”
উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহ আগেই রুমিন ফারহানাকে আওয়ামী লীগের মহিলা সম্পাদক আখ্যা দিয়েছিলেন। নতুন ছবিটি সেই মন্তব্যকেও ঘিরে আবার আলোচনায় এনেছে।