বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করেছেন, ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ফ্যাসিবাদের দোসররা জড়িত। তিনি বলেন, “ভাঙ্গার ঝামেলায় ফ্যাসিবাদ ঢুকে গেছে। ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড ঘটাচ্ছে। প্রশাসনের গাড়ি ভাঙচুর করছে—এটা সাধারণ জনগণের কাজ না।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ওলামা দলের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলা ও থানায় বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।