বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।
মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন। এছাড়া, বৈঠকের বিষয়টি কাভার করার জন্য দলটির পক্ষ থেকে গণমাধ্যমকেও আমন্ত্রণ জানানো হয়েছে।