আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলো নির্ধারিত কোটা ও শর্ত মেনে ইলিশ রপ্তানি করতে পারবে।
সরকার জানিয়েছে, প্রতিবেশী দেশের ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।