ভারতীয় নাগরিক সুখ রঞ্জন চক্রবর্তী দীর্ঘদিন ধরে পাবনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত সুখ রঞ্জন চক্রবর্তী বর্তমানে পাবনা সদর উপজেলার বালিয়াহালট আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। অথচ ভারতের জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড অনুযায়ী তার স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমের সূর্যসেন পল্লি, ৪৬৭ নম্বর এলাকায়। তার বাবার নাম নির্মল কুমার।
শিক্ষকতার পাশাপাশি তার বিরুদ্ধে জালিয়াতিরও অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, একজন বিদেশি নাগরিক কিভাবে সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন, সেটিই এখন বড় প্রশ্ন। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।