আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে রপ্তানিকৃত এ বছরের প্রথম ইলিশের চালান পৌঁছেছে। সরকারের অনুমতি অনুযায়ী মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করে।
প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।
রপ্তানি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে নির্ধারিত কোটার বাকি ইলিশও ভারতীয় বাজারে পাঠানো হবে। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বাজারে চাহিদা মেটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।