বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে সমালোচনা করেছেন বিশ্লেষক মাসুদ রানা। তার মতে, জামায়াত এখন “শত্রু বানাবো না” নীতিতে চলছে। শত্রুতা যা হবার কেবল বিএনপির সাথেই করছে, কিন্তু আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন কিংবা গোয়েন্দাদের ব্যাপারে তাদের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
নেটিজেনরা মন্তব্য করেছেন, জামায়াত এখন “শত্রু বানাবো না” ধরনের রাজনীতি করছে। শত্রুতা যা হওয়ার বিএনপির সঙ্গে করলেও, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন ও গোয়েন্দাদের বিরুদ্ধে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না।
তাদের মতে, জামায়াত যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিল, তাতে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে হাজারো মামলা করা উচিত ছিল। বিচার প্রক্রিয়ায় মনোযোগী হওয়ারও দরকার ছিল। কিন্তু এখনো থানায় এবং স্থানীয় ক্যাম্পগুলোতে লীগের দালালদের প্রভাব বজায় আছে। পুলিশও পরিবর্তিত হয়নি, বরং এখনো আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচকরা বলেন, সমাজের মূলধারায় এখনো লীগের প্রভাব বিদ্যমান, অথচ জামায়াত এসব বিষয়ে নীরব থেকে সবার ভোট প্রত্যাশা করছে। তারা সতর্ক করেন, শত্রুদের দুর্বল না করে তাদের সাথে সমঝোতার কৌশল শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনতে পারে।