জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে মুক্তি দেওয়া হলেও মসজিদে প্রবেশে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ।
ওয়াকফের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা নবায়নযোগ্য। তবে গ্রেপ্তার বা নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।
পর্যবেক্ষকরা মনে করছেন, গাজায় চলমান সামরিক অভিযানের প্রসঙ্গ আড়াল করতে ইসরায়েল আল-আকসা মসজিদের ইমাম ও খতিবদের ওপর বিধিনিষেধ আরোপ করছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দুর্ভিক্ষে ৪৪০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৪৭ শিশু রয়েছে।