মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এলজিইডি অফিসের সামনে থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম সোহার বাড়ি মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশরা গ্রামে। তিনি মৃত সামছুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা, উসকানি ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।