লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কারণ, সদ্য ঘোষিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া তিন নেতা হত্যা মামলার আসামি।
গত ২৬ আগস্ট ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. ফারুক কবিরাজকে, সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীকে এবং সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির মাতব্বরকে। দলীয় সূত্রে জানা গেছে, এ বছরের ৭ এপ্রিল বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কর্মী সাইজুদ্দিন দেওয়ান নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর মারা যান জসিম উদ্দিন ব্যাপারী। এ ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলার আসামির তালিকায় স্থান পেয়েছেন এই তিন নেতা।
সাইজুদ্দিন দেওয়ান হত্যার মামলায় প্রধান আসামি করা হয়েছে ফারুক কবিরাজকে এবং একই মামলায় সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির মাতব্বর ৯ নম্বর আসামি। অপরদিকে জসিম উদ্দিন ব্যাপারী হত্যার মামলায় ইমাম হোসেন গাজীকে ৯ নম্বর আসামি করা হয়েছে।
দলীয় নেতাদের অভিযোগ, কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের কথা থাকলেও শেষ মুহূর্তে সমঝোতার ভিত্তিতে ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে নতুন কমিটির সভাপতি ফারুক কবিরাজ দাবি করেন, তিনি খুনের ঘটনার সঙ্গে জড়িত নন, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে আসামি করা হয়েছে। সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির মাতব্বরও নিজেদের নির্দোষ দাবি করেছেন।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে খুনের ঘটনায় দুটি মামলা হয়েছে, যা এখনও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হত্যা মামলার আসামিদের শীর্ষ পদে রাখার ফলে সাধারণ মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।