মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণের পরিকল্পনা উড়িয়ে দিয়েছে তালেবান সরকার। মূলত চীনকে মোকাবেলা করতেই এ পরিকল্পনার ছক প্রস্তুত করেছিলেন ট্রাম্প। তবে তার সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে দেশটির প্রশাসন। খবর বিবিসির।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান ক্ষমতায় ফিরে আসার আগে উভয় পক্ষের মধ্যে আলোচনার সময় আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখাকে তারা প্রত্যাখ্যান করেছিল। তাই এখন আবার নতুন করে দেশে মার্কিন উপস্থিতি চান না আফগান সরকার।
আফগানিস্তানে মার্কিন সমরশক্তির অন্যতম প্রতীক ভাবা হতো বাগরাম ঘাঁটি। চীন সীমান্ত থেকেও দূরত্ব মাত্র এক ঘণ্টার। কৌশলগত অবস্থান বিবেচনায়, সেখান থেকে মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার করা খুবই সহজ। তাই এই বিমানঘাঁটিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প।
এর আগে, গত মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন, বাগরাম বিমানঘাঁটি ধরে রাখতে চান, আফগানিস্তানের জন্য নয়, চীনের কারণে।
গত বৃহস্পতিবার ট্রাম্প আবারও তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। জনালেন, বাগরাম ফেরত নেয়ার একটি কারণ হলো—এটি সেই জায়গার থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে যেখানে চীন তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করছে।