রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলমান আন্দোলনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এরই অংশ হিসেবে আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আজকের লাঞ্ছনার ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বানচালের অংশ বলে আমরা মনে করছি। তাই শিক্ষার্থীদের এই লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল সাধারণ শিক্ষক সমাজ পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।”
এ কর্মবিরতিতে শিক্ষক ছাড়াও কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেবেন। একই সঙ্গে অধ্যাপক আলীম হুঁশিয়ারি দেন, ঘটনার সুষ্ঠু ও বিধিসম্মত ব্যবস্থা না নিলে তাদের কর্মসূচি চলমান থাকবে।