১৩ বছর বিরতির পর প্রথমবারের মতো যৌথ নৌ ও বিমান মহড়ার ঘোষণা দিল তুরস্ক ও মিশর। “ফ্রেন্ডশিপ সি (বাহর আল-সাদাকা)” নামের এই মহড়া আগামী ২২–২৬ সেপ্টেম্বর পূর্ব ভূমধ্যসাগরে অনুষ্ঠিত হবে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নেবে তুরস্কের ফ্রিগেট, সাবমেরিন ও এফ-১৬ যুদ্ধবিমান, পাশাপাশি অংশ নেবে মিশরের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট।
কূটনৈতিক মহল বলছে, দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে আস্থা পুনর্গঠনে এ মহড়া দুই দেশের জন্যই একটি বড় পদক্ষেপ। বিশেষ করে লিবিয়া সংকট ও জ্বালানি ইস্যুতে বিরোধ মেটানোর পর আঙ্কারা ও কায়রো ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই মহড়া শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতার নতুন এক অধ্যায় সূচনা করতে পারে।