আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফেরত না দিলে দেশটির জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
ট্রাম্প লিখেছেন, “বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে। এটি ফেরত না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।” তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আবারও মার্কিন সেনা পাঠিয়ে ঘাঁটি পুনর্দখল করা হতে পারে।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ২০০১ সালের নাইন–ইলেভেন হামলার পর থেকে মার্কিন বাহিনী বাগরাম ব্যবহার করত। এটির নিয়ন্ত্রণ ফেরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আফগানিস্তানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে।
তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করা মানে কার্যত আফগানিস্তানে নতুন করে আক্রমণ শুরু করা। এতে অন্তত ১০ হাজার সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হতে পারে।
২০২১ সালে সেনা প্রত্যাহারের পর তালেবান যুক্তরাষ্ট্র–সমর্থিত সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। আফগান কর্মকর্তারা ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা নতুন করে যুক্তরাষ্ট্রের উপস্থিতি চান না।
ট্রাম্প অবশ্য সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট করে কিছু বলেননি। তিনি মন্তব্য করেন, “আমরা এখন আলোচনা করছি। আমরা ঘাঁটিটি ফেরত চাই, শিগগিরই চাই। তারা যদি ফেরত না দেয়, তবে আপনারা দেখবেন, আমি কী করি।”
উল্লেখ্য, বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক কার্যক্রমের কেন্দ্রস্থল। বিশাল কারাগার ছাড়াও এখানে বার্গার কিং, পিৎজা হাটসহ নানা দোকানপাট ছিল। প্রায় দুই দশক ধরে এটি যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে।