জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারপ্রধানদের আগমনকে ঘিরে প্রতি বছরই রাজনৈতিক উত্তাপ ছড়ায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।
ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
আগস্টে তথ্য উপদেষ্টার সফরকে ঘিরে নিউ ইয়র্ক কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনার পর এবার বাংলাদেশ মিশন ও কনস্যুলেট অফিস সতর্ক অবস্থানে রয়েছে।
পাল্টাপাল্টি অবস্থান
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ড. ইউনূসকে নিউ ইয়র্কে ‘প্রতিহত’ করা হবে। তাদের কর্মসূচি—২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরাও স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেন, “আমরা ২২ তারিখে বিমানবন্দরে এবং ২৬ তারিখে জাতিসংঘের সামনে অবস্থান নেব। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।”
জামায়াতপন্থীরা প্রবাসীদের ব্যানারে স্বাগত আয়োজন করছেন। শিবিরের প্রাক্তন নেতা সৈয়দ শারফিন মোর্শেদ জানান, “হাসিনার অনুসারীরা বিশৃঙ্খলা করলে সাধারণ প্রবাসীরা শক্ত হাতে জবাব দেবে।”
এছাড়া ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে ‘এনআরবি কানেক্ট ডে’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা প্রবাসীদের সঙ্গে যোগ দেবেন।