রাজধানীতে সোমবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে নগরজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ভোর সাড়ে ৫টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই অঝোরে নামতে থাকে। এর আগে রোববার গভীর রাত থেকেই বজ্রসহ বৃষ্টি চলছিল।
বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন সড়ক ডুবে যায়। কোথাও হাঁটুপানি, কোথাও আবার কোমরসমান পানি জমে তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, ঝিগাতলা—সব জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। এতে অফিসগামী মানুষ ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বেসরকারি চাকরিজীবী সানোয়ার বলেন, “বাসা থেকে বের হতেই শুরু হলো অঝোর বৃষ্টি। প্রায় এক ঘণ্টা ধরে বৃষ্টি থামেনি। মাঝে কিছুটা কমলেও গুঁড়ি গুঁড়ি পড়ছেই। এভাবে অফিসে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।”
বৃষ্টির সময় যাদের হাতে ছাতা ছিল, তারা কোনোমতে অফিসের দিকে ছুটেছেন। আর যাদের ছিল না, তারা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকেছেন বিভিন্ন বাস স্ট্যান্ডে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের দু-এক জায়গায় একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।