যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল। নিউইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল।—রয়টার্স।
র্যাঞ্জেল বলেন, “ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির একমাত্র পথ হলো দ্বিরাষ্ট্র সমাধান।” তিনি যুদ্ধবিরতির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আরও বলেন, গাজায় বা এর বাইরে হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারবে না এবং সব জিম্মিকে অবশ্যই মুক্তি দিতে হবে।
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগাল এ সিদ্ধান্ত জানায়। এর আগে ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা ঘোষণা দিয়েছিল, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
অন্যদিকে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।