যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স।
ইতিমধ্যেই জানা গেছে, ইউরোপের আরও কয়েকটি দেশ শিগগিরই একই পথে হাঁটতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। সেখানে গাজা যুদ্ধের অবসান ও দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের স্বীকৃতির পর প্রতিশোধমূলকভাবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দিয়ে ইসরাইল ভুল করছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
অন্যদিকে, এই সিদ্ধান্তকে “সন্ত্রাসবাদকে দেওয়া এক বিশাল পুরস্কার” আখ্যা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।