সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল।গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে নেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করতে হয়েছিল। গতকাল সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ছেলেরা আর ভুল করেনি। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ১টি করে গোল করেছেন মোরশেদ আলী, সুমন সরেন ও নাজমুল ফয়সাল । আন্তর্জাতিক মা দিবস সামনে রেখে দুই দল বিশেষ সাদা জার্সি পরে শুরুতে। এরপর মা দিবসের শ্রদ্ধা জানিয়ে সেই জার্সি খুলে নিজেদের জার্সি পরে খেলা শুরু করে। ভারতের অরুণাচল প্রদেশে রোববার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরুর দশ মিনিটে ভুটানের ফুটবলারদের অন্তত তিনটি শট ছিল গোল পোস্টে। ৫ মিনিটে ভুটানের আক্রমণ নষ্ট হয়েছে। থিনলে ইয়েজারের ক্রস থেকে বল নিতে গিয়ে আরেক ভুটানি ফুটবলার বক্সে পড়ে যান। ৯ মিনিটে ভুটানের কর্নার কোনও রকম ফিস্ট করে ফেরান বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। ম্যাচের ১১ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙ্গে বল পেয়ে মোরশেদ আলী একাই বক্সে ঢুকে জায়গা করে নিয়ে বাম পায়ের জোরালো বাঁকানো শটে জাল কাঁপান। ১৭ মিনিটে মোরশেদ আবার বক্সে ঢোকার চেষ্টা করেন।
তিনি কর্নারও আদায় করেন। কিন্তু গোল হয়নি এবার। ২৮ মিনিটে তার ক্রস থেকে সুমন সরেনের দুর্দান্ত প্লেসিংয়ে ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩ মিনিটে রিফাত কাজি সুযোগ পেয়েও ভুটানের গোলকিপার তানদিন পেনজরের হাতে তুলে দিল। বিরতির পর যোগ করা সময়ে বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পায়। অধিনায়ক নাজমুল ফয়সাল দারুণ এক প্লেসিং এ গোলকিপারকে পরাস্ত করেন। এতেই বাংলাদেশের সেমিফাইনাল সুনিশ্চিত হয়।একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের দলের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে মালদ্বীপ। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।এখন ও কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ভুটান।