বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লব জাতীয় জীবনের একটি ঐতিহাসিক অর্জন। তাই বিপ্লবীদের যথাযথ সম্মান প্রদানের জন্য প্রস্তাবিত জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টের কনভেনশন হলে কাফরুল-মিরপুর জোন আয়োজিত ঢাকা-১৫ আসনের মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, “রাষ্ট্রের কার্যকর সংস্কারের পাশাপাশি জুলাই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর প্রচলিত পদ্ধতির পরিবর্তে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হতে হবে। জনগণ আর কোনো ভোট চুরির প্রহসন মেনে নেবে না। এ ধরনের ষড়যন্ত্রও সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় তিনি ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করতে নারী সমাজকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, আনোয়ারুল করিম, শহীদুল্লাহ, ডা. আসাদুজ্জামান কাবুল, রেজাউল করিম মাহমুদ, জসিম উদ্দিন, আতিক হাসান, মু. আবু নাহিদসহ মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।