নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম দাবিগুলো উপস্থাপন করেন।
দাবিগুলো হলো—
১. নিউইয়র্কে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, কনসাল জেনারেলের পদত্যাগ এবং নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা।
২. ফরেইন মিনিস্ট্রিতে ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী সমর্থিত কর্মকর্তাদের অপসারণ এবং উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের তালিকা প্রকাশ।
৩. জুলাই গণহত্যার স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যকর করা।
নাহিদ ইসলাম বলেন, “আমরা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসব এবং জানতে চাইব—বারবার এ ধরনের হামলা কেন ঘটছে? আমাদের নেতাদের নিরাপত্তা দিতে বিদেশি মিশনগুলো কেন ব্যর্থ হচ্ছে? আর কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা থামানো যাচ্ছে না?”
কর্মসূচি
হামলার প্রতিবাদে এনসিপি ঢাকার মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেল ৫টায় শাহবাগে বিক্ষোভ মিছিল করে। পাশাপাশি সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলটি।
সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী নাহিদা সারোয়ার নিভা, তাজনূভা জাবীন, সালেহ উদ্দিন সিফাত, আল আমিন, সাইফ মোস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।