সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শায়খ আব্দুল আজিজ আলে শায়খ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী শরিয়াহ ও ফতোয়া প্রদান, হজ-উমরা সম্পর্কিত দিকনির্দেশনা এবং বিশ্বের মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
তার মৃত্যুতে সৌদি আরবসহ পুরো মুসলিম বিশ্বে গভীর শোক নেমে এসেছে। বিশ্বনেতা, আলেম-ওলামা ও বিভিন্ন ইসলামী সংগঠন তাঁর অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন।