জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের ছাদে মদ ও গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন শাখা ছাত্রদল নেতা মো. জাবেরসহ প্রায় ১৫ জন শিক্ষার্থী। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন শিক্ষার্থীদের র্যাগ দেওয়ার খবর পেয়ে হলে ছাদে যান সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। এ সময় জাবেরের নেতৃত্বে প্রায় ১৫ জন শিক্ষার্থী পানির ট্যাংকের পাশে বসে বাংলা মদ ও গাঁজা সেবন করছিলেন। তাদের পরিচয় জানতে চাইলে প্রাথমিকভাবে অস্বীকার করেন এবং আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এমনকি উপস্থিত জাকসুর এক প্রতিনিধিকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
আটক ছাত্রদল নেতা জাবের বিশ্ববিদ্যালয়ের আইবিএ ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি মওলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন। এ ছাড়া আইবিএ’র বিভিন্ন ব্যাচের অন্তত ১২ জন শিক্ষার্থী এ ঘটনায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন। তবে প্রাধ্যক্ষ ঢাকার বাইরে থাকায় আসতে পারেননি এবং রাত গভীর হওয়ায় দায়িত্বরত অন্যান্য শিক্ষকরাও সাড়া দেননি। প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, বিধি অনুযায়ী প্রভোস্টের অনুমতি ছাড়া হলে প্রবেশ করা যায় না। তাই প্রমাণ ও পরিচয় সংগ্রহ করে তা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে।
তাজউদ্দীন হল সংসদের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বলেন, “আমরা তাদের হাতে মদ, গাঁজা পাই এবং ভিডিও প্রমাণসহ পরিচয় সংগ্রহ করি। এগুলো জব্দ করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার থেকে এ ঘটনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।