বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় আল-আমিন ফকির (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মামলায় হাজিরা দিতে আসা আসামিরা বের হওয়ার সময় হঠাৎ স্লোগান দেওয়া হলে আদালত এলাকায় হুলুস্থুল শুরু হয়। নিরাপত্তার কারণে বিচারক খাসকামরায় আশ্রয় নেন। পরে স্থানীয়রা আল-আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি মোরেলগঞ্জ উপজেলার ছোট বাদুরা গ্রামের এলেম ফকিরের ছেলে।
জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোরশেদ লালন জানান, এদিন জি আর ৩০২/২৪ মামলার শুনানিতে ৬৮ আসামির মধ্যে ৪১ জন আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে আওয়ামী লীগপন্থি নেতাকর্মীরা আদালত চত্বরেই স্লোগান শুরু করেন।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আদালত প্রাঙ্গণে শৃঙ্খলাভঙ্গ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আল-আমিন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।