জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, জাতিসংঘের নীতিমালা আজ ‘অবরুদ্ধ’। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনকালে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ভাষণে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শাস্তির অভাবে শান্তি ও অগ্রগতির স্তম্ভগুলো বৈষম্য এবং উদাসীনতার ভারে চাপা পড়ছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি, জটিল ও কঠিন পরীক্ষার মুখে রয়েছে।’
গুতেরেস গাজার ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ‘গাজায় ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে।’
তার মতে, গাজার এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফল, যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে। মহাসচিব হিসেবে তার সময়ে কোনো সংঘাতে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা মামলায় যে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদকে আরো কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করা ওপর জোর দেন। বলেন, ‘পরিষদকে তার দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যাবশ্যক।’
মানবিক পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে, জাতিসংঘ প্রধান আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়ার নিন্দা জানান। পাশাপাশি একে ‘অনেকের জন্য মৃত্যুদণ্ড’ এবং ‘আরো অনেকের ভবিষ্যত চুরি হয়ে যাওয়া’ বলে অভিহিত করেছেন।
তিনি স্পষ্ট করে বলেন, ‘জাতিসংঘ সনদ নয়, ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা।’